দ্য ফ্যামিলি ম্যান ৩
মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। দুই সিজন দর্শকদের সামনে এসেছে। রীতিমতো ঝড় তুলেছে। ছুঁয়েছে সাফল্যের শীর্ষবিন্দু। যেমন টানটান চিত্রনাট্য এবং সংলাপ, তেমন দুর্দান্ত পরিচালনা। মনোজের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। যথারীতি ছুঁয়ে গেছেন সবার মন। বাকিরাও অনবদ্য। পুরোপুরি টিম ওয়ার্ক। চাহিদা তৈরি হচ্ছিল দর্শকদের মধ্যে, কবে আসবে তৃতীয় সিজন। যদিও আগেই অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছিল, সিরিজটি ২০২৫ সালে মুক্তি পাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিরিজটি এই বছর নভেম্বরে মুক্তি পেতে চলেছে। দীপাবলি উৎসবের সময়।
যদিও ২০২৫-এর মে মাসে মুক্তির খবরও মাঝে বাতাসে ভেসেছিল। আইপিএল শেষ হবার পরেই নাকি ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ মুক্তি পাবে, এমনটাই জানা গিয়েছিল। মনোজ বাজপেয়ীর ঘোষণার পর অবশ্য সেই জল্পনার অবসান ঘটেছে। তিনি আরও বলেছেন, অনেকেই জানেন, এই সিজনে বেশকিছু নতুন চরিত্র এসেছে। সবথেকে বড় কথা, সংযোজিত হয়েছেন জয়দীপ আহলাওয়াত। দু বছর আগেই আমরা জয়দীপকে কাস্ট করেছি। ‘পাতাল লোক’ সিজন ২-এ দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩-এও থাকছেন। এটা এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে। আশা করি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
জানা গেছে, এই সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ী অভিনীত চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় এবং জোরদার টক্কর দেখার সুযোগ পাবেন উৎসাহী দর্শকেরা।
রাজ নিদিমোরু, কৃষ্ণ ডিকে এবং সুমন কুমারের লেখা ‘দ্য ফ্যামিলি ম্যান’ একটি জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার সিরিজ। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাওয়ার পর থেকেই এটা বিপুল জনপ্রিয়তা পায়। ২০২১ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় সিজন, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সামান্থা রুথ প্রভু। ওই সিজন শেষ হয়েছিল একটি টানটান ক্লিফহ্যাঙ্গারে, যা ইঙ্গিত দিয়েছিল যে এবার গল্প চিনের জৈব-অস্ত্র প্রয়োগে ভারতের উপর নীরব হামলার দিকেই এগোবে।
সম্প্রতি, সিজন ৩-এর শুটিং শেষ হওয়ার পর পরিচালক রাজ ও ডিকে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর শুটিং শেষ। এত কঠিন শুটিংয়ের পর দারুণ এক টিমের সঙ্গে কাজ করে আনন্দ পেলাম।
আরও পড়ুন-গীতার শ্লোক বলে ১৮ মাসের কন্যার নাম ইন্ডিয়া বুকে
পঞ্চায়েত ৪
কমেডি-ড্রামা সিরিজ ‘পঞ্চায়েত’। এই ওয়েব সিরিজের ৩টে সিজন এর আগেই ব্যাপক সাফল্য পেয়েছে। শুধু সাফল্য বললে কম বলা হবে, এই সিরিজ মানুষের মনে একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। দর্শকেরা কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন এই ওয়েব সিরিজের পরের সিজনের জন্য। এবার ‘পঞ্চায়েত’-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন ওয়েব সিরিজের নতুন সিজনের। অর্থাৎ, আসতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৪’। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও মজাদার ক্লিপ শেয়ার করে ঘোষণা করেছে চতুর্থ সিজনের কথা। ভিডিওতে দেখা গিয়েছে বিজয় কুমার, গিয়া মানেক, দর্শন মাগডুম এবং জিতেন্দ্র কুমার ওরফে সচিবজিকে। নতুন সিজন আসছে, ঘোষণা হতেই উচ্ছ্বসিত পঞ্চায়েত অনুরাগীরা।
প্রসঙ্গত, জনপ্রিয় টিভিএফ সিরিজ ‘পঞ্চায়েত’ এই মাসেই ৫ বছরে পা দিয়েছে। অনুষ্ঠানটি ২০২০-র ৩ এপ্রিল প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছিল। জানা গেছে, ‘পঞ্চায়েত সিজন ৪’ মুক্তি পাবে ২০২৫-এর ২ জুলাই। জনপ্রিয় এই সিরিজে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, সানভিকা, ফয়সাল মালিক, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা। প্রযোজনা করেছেন দ্য ভাইরাল ফিভার এবং দীপককুমার মিশ্র এবং চন্দন কুমার। পরিচালনা করেছেন দীপককুমার মিশ্র এবং অক্ষত বিজয়বর্গীয়।
‘পঞ্চায়েত’ উত্তরপ্রদেশের ফুলেরা নামে একটি কাল্পনিক গ্রামে পঞ্চায়েত সচিব হিসাবে যোগদানকারী একজন ইঞ্জিনিয়ারিং স্নাতকের জীবন নিয়ে তৈরি। আগের সিজনের শেষ থেকে এই সিজনের গল্প শুরু হবে। শেষ সিজনে দেখা গিয়েছিল রিঙ্কির প্রতি হালকা ভাললাগা তৈরি হচ্ছে সচিবজির। এবার রিঙ্কি আর নিজের কেরিয়ার নিয়েই দ্বন্দ্বে পড়তে দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে গ্রামে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনাও নতুন সংকটে ফেলবে। প্রধানজির গুলি লাগার ঘটনাও দেখা গিয়েছিল আগের সিজনে। মনে করা হচ্ছে, প্রধানজিকে কে গুলি করেছে, সেটারই উদঘাটন হবে এই সিরিজে। সঙ্গে থাকবে আরও বিভিন্ন চমক। এখন কিছু দিনের অপেক্ষা।