সোমবার আশার কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ডিসেম্বরেই (December) প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তী TET হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই কথা জানালেন তিনি। পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Paul) জানিয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ব্রাত্য জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লিখিত পরীক্ষা হবে।
আরও পড়ুন-নোবেলজয়ী কিছু নারী ও কনিষ্ঠতমরা
এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পরবর্তী টেট নিয়ে পর্ষদের সঙ্গে তাঁর কথা হয়েছে। পরীক্ষার তারিখ নির্দিষ্ট না হলেও, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকের পর তারিখ ঘোষণা করা হবে।