প্রতিবেদন : বাংলা হকের টাকা চায়, ভিক্ষা করে না। মুখ্যমন্ত্রীর সাফ কথা— বাংলা ভিখারি নয়। রাজ্য সরকারই একশো দিনের সমস্ত কর্মীর বকেয়া মেটাবে। আমাদের সরকার মানুষের জন্য কাজ করে যাবে। এ-প্রসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদেরও উদ্দেশে সাফ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চিত করা যাবে না। মানুষের পাশে থাকতে হবে।
আরও পড়ুন- ৬ হাসপাতালকে টাকা ফেরতের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন
মঙ্গলবার পুরুলিয়ার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একদিকে কেন্দ্রকে একহাত নিয়ে বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন, অন্যদিকে তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন। উভয়ক্ষেত্রেই তাঁর একটাই উদ্দেশ্য, মানুষের পাশে থাকা। মুখ্যমন্ত্রী বলেন, এখন দেখা যাচ্ছে জবকার্ড হোল্ডারের সংখ্যাটা ২১ লক্ষ নয়, তা বেড়ে ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তাঁদের সবার টাকা মেটাবে রাজ্য। ২৬ ফেব্রুয়ারি থেকে তাঁদের বকেয়া প্রদান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, রাজ্য সরকার আর কেন্দ্রের ভরসায় থাকবে না। বাংলার মানুষের অধিকার রক্ষা করবে রাজ্য সরকারই। তাঁর সরকার বরাবরই মানুষের পাশে থেকেছে। এখনও মানুষের পাশে থাকবে। তার জন্য যা করার করবে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। মানুষ ছুঁড়ে ফেলে দিলে কেউ তাকিয়েও দেখবে না। তাই তৃণমূল করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে ফিরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন— যা ইচ্ছা করুন, আমার কোনও আপত্তি নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চিত করা যাবে না। মানুষের পাশে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমাদের সরকার মানুষের জন্য। সবার সঙ্গে মিলেমিশে মানুষের জন্য কাজ করতে হবে। যদি সেটা না করতে পারেন তা হলে আমার দলে ঠাঁই নেই। পুরুলিয়ার সভা থেকে তিনি বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ওরা নিজেরাই অশান্তি ছড়ায়। তারপর শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। বিজেপি আগুন লাগিয়ে, তারপর বলে আগুন লেগেছে। শুধু বিভাজনের রাজনীতি করে।
এগিয়ে বাংলা
* জঙ্গলমহলে অলচিকি ভাষার ৪৯ শিক্ষক নিয়োগ
* ১০০০ ফরেস্ট ভলান্টিয়ার নেবে রাজ্য
* ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৭৩ হাজার কোটির লগ্নি
* শ্যাম স্টিলকে কেন্দ্র করে ৪,৫০০ কর্মসংস্থান
* পুরুলিয়ায় ১৫ হাজার ২০০ এমএসএমই-তে ১ লক্ষ ৪ হাজার কর্মসংস্থান হয়েছে।
* সারি ও সারনা ধর্মের স্বীকৃতি আদায়ে কেন্দ্রকে চিঠি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…