প্রতিবেদন : পুলিশের নজরদারিতে শান্তি ফিরছে ভাঙড়ে। ধরপাকড়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৭। সোমবার পর্যন্ত সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের উপর হামলা চালিয়ে হিংসা ছড়ানোর অভিযোগে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে ৪ জনকে এবং হাতিশালা থানা এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করে হেফাজতে নেবে পুলিশ। গত সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদের নামে ভাঙড়ের শোনপুর বাজার এলাকায় অশান্তি ছড়ায়। উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। পুলিশের গাড়ি ভাঙচুরের সঙ্গে পুলিশকেও আক্রমণ করা হয়। তারপরই অ্যাকশন মোডে নেমে দ্রুত পরিস্থিতি শান্ত করে কলকাতা পুলিশ। বুধবারও ভাঙড়ের সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত। বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন- ঘাটাল মাস্টার প্ল্যান : দাসপুরে ব্রিজ নির্মাণের কাজ শুরু করল প্রশাসন