দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮, মৃত ১

মঙ্গলবার সকালে কেরলের যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন।

Must read

প্রতিবেদন : দেশে ক্রমশই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী দিল্লিতে আরও একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন। আক্রান্ত মহিলাকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সূত্রের খবর, ওই মহিলা আফ্রিকার একটি দেশের নাগরিক। আক্রান্তের দেহে ফোসকা, জ্বর-সহ মাঙ্কিপক্সের একাধিক উপসর্গ রয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকালে কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সোমবারও দিল্লিতে ৩৫ বছরের এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত ওই রোগীকেও দিল্লি সরকারি এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তিও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গিয়েছে। তবে ওই ব্যক্তির দাবি, সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি। দেশের মোট ৮ আক্রান্তের মধ্যে কেরলের ৫ জন ও দিল্লির ৩ জন।

আরও পড়ুন-মার্কিন ড্রোন হামলায় খতম আল কায়দা প্রধান জাওয়াহিরি

মঙ্গলবার সকালে কেরলের যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আক্রান্ত যুবকের সম্পর্কে জানিয়েছেন, ৩০ বছর বয়সি ওই যুবককে মালাপ্পুরমের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটেছে কেরলের ত্রিচূরে। মাঙ্কিপক্সে মৃত ২২ বছরের ওই যুবকও সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন। রবিবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে যে যুবকের মৃত্যু হয়েছিল তাঁর সংস্পর্শে আসা ২০ জনকে কোনও ঝুঁকি না নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে মৃত যুবকের পরিবারের ১০ সদস্যও রয়েছেন। রাজ্যে যেভাবে মধ্যপ্রাচ্য ফেরতদের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। যদিও কেরলের স্বাস্থ্য দফতর বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

Latest article