আক্রান্তের সংখ্যা বাড়ছে, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য দফতর

Must read

চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়াল। রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে শুধুমাত্র মালদহ ছাড়া বাকি ১৫ জেলাই দক্ষিণবঙ্গের। ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত রাজ্যে মোট ১ হাজার ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সংক্রামিতের সংখ্যা ১০০ ছাড়ানো ৪ জেলার মধ্যে মালদহ ছাড়া সবকটি দক্ষিণবঙ্গের। ডেঙ্গু আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে মালদহ। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৩। এছাড়া আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে, এরকম তিনটি জেলা হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং হুগলি। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৪২, ১৩৫ এবং ১২৬ জন মানুষ। কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৬ জন। লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৮ ও ৩৬।
জুন মাসের অর্ধেক অতিক্রান্ত হয়ে গেলেও তেমন বৃষ্টি এখনও হয়নি রাজ্যে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই মশাবাহিত রোগ। যার মোকাবিলায় ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। গ্রাম ও শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশানিধন এবং সতর্কতা প্রচারের কাজ চলছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন।

আরও পড়ুন- কোথায় গেল অ্যান্টি কলিশন ডিভাইস? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

Latest article