ভুয়ো চিকিৎসক (Fake Doctors) সমাজের জন্য চিন্তার বিষয়। বাড়ছে ভুয়ো চিকিৎসকের সংখ্যা। সতর্ক করল মাদ্রাজ হাই কোর্ট। পাশাপাশি মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি মুরলী শঙ্কর জানিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার কোনও ক্ষেত্রে ডিপ্লোমা করে অ্যালোপ্যাথি চিকিৎসা করা গুরুতর বিষয়। শক্ত হাতে এর মোকাবিলা করা দরকার।
আরও পড়ুন- প্রতিবেশী দেশের ঘটনাই বোঝাচ্ছে স্বাধীনতার গুরুত্ব, বাংলাদেশকে ইঙ্গিত প্রধান বিচারপতির
তামিলনাডু সরকারের স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মামলা করেছিলেন অমৃতলাল নামে এক ব্যক্তি। তাঁর একটি নার্সিংহোম ও ওষুধের দোকান রয়েছে। তাঁর কাছে জরিমানা আদায় করা হয়েছিল বলে অভিযোগ। জরিমানা আদায় ঠিক ছিল না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, কোভিড সংক্রমণ ঠেকাতে বহু নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালগুলিকে। কিন্তু সরকারি কর্তারা অমৃতলালের নার্সিংহোমে পরিদর্শনের সময় দেখেন, সেই সমস্ত নিয়ম মানা হয়নি। তাই জরিমানা করা হয়।
আদালতের বিচারপতি জানান, সরকারি নির্দেশ মেনেছেন এমন কোনও প্রমাণ দেখাতে পারেননি অমৃতলাল। তাই আদালত সরকারকে জরিমানার টাকা ফেরতের নির্দেশ দেবে না। মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ভুয়ো চিকিৎসকরা (Fake Doctors) সমাজের জন্য বড় বিপদ।