প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দেশে করোনার সংক্রমণ ক্রমশই বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় একলাফে ৪০ শতাংশ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ৩০১৬ জন। একদিনে দেশে করোনা কেড়ে নিয়েছে ১৪ জনের প্রাণ। কেরলে ৮, মহারাষ্ট্রে ৩, দিল্লিতে ২ এবং হিমাচল প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ায় পজিটিভিটির হারও বেড়েছে। পজিটিভিটির হার বেড়ে হয়েছে ২.৭৩ শতাংশ।
আরও পড়ুন-শতরূপের অশালীন মন্তব্য আইনি নোটিশ কুণালের
সাপ্তাহিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ১.৭১ শতাংশ। প্রতিদিনই বাড়ছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫০৯। মহারাষ্ট্র কেরলের পর দিল্লিতেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
আরও পড়ুন-বেহাল আর্থিক পরিস্থিতি, ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নেবে মোদি সরকার
দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার এক উচ্চপর্যয়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে ফের রাজ্যগুলিকে করোনাজনিত সর্তকতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষার হার বাড়াতে বলা হয়েছে। হাসপাতালগুলিকে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার কথাও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।