প্রতিবেদন : আগামী শিক্ষাবর্ষে রাজ্যে ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। জাতীয় মেডিক্যাল কমিশন এ-রাজ্যের (west bengal) মেডিক্যাল কলেজগুলির জন্য ডাক্তারি স্নাতক স্তরে ২২৫০টি এবং স্নাতকোত্তরে ১৪৭টি নতুন আসন অনুমোদন করেছে। রাজ্যের ১৭টি মেডিক্যাল কলেজের ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে মেডিক্যাল কমিশন। রাজ্যের ছ’টি হাসপাতালকে সম্প্রতি মেডিক্যাল কলেজ হিসেবে অনুমোদন দিয়েছে কমিশন। সেখানে আগামী শিক্ষাবর্ষ থেকে ডাক্তারি স্নাতক স্তরে ১০০ জন করে ছাত্র ভর্তি করা যাবে। এই নতুন কলেজগুলি হল বারাসত, উলুবেড়িয়া, আরামবাগ, তমলুক, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। রাজ্যে ২টি মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দিয়েছে মেডিক্যাল কাউন্সিল। এর একটি চাকদা অন্যটি সল্টলেকে। দু’টি কলেজের প্রতিটিতেই শূন্য আসন রয়েছে ১৫০টি করে। অর্থাৎ মোট আসন সংখ্যা ৩০০। এর ফলে রাজ্যে (west bengal) এমবিবিএস-এর মোট আসন সংখ্যা বেড়ে হল ৫,১২৫। সম্প্রতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির নিয়ম বদল করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। তারা জানিয়েছে, মেডিক্যালে স্নাতকের সর্বাধিক আসন হবে ১৫০। সেক্ষেত্রে কমিশনের তরফে জানানো হয়েছে, বার্ষিক ৫০, ১০০, ১৫০ এইভাবে পড়ুয়া ভর্তি নেওয়ার ক্ষমতা রয়েছে এমন নতুন মেডিক্যাল কলেজগুলিকেই অনুমোদনপত্র দেওয়া হবে। কোনও হাসপাতাল মেডিক্যাল কলেজ হিসাবে পঠনপাঠন শুরু করলে গ্রামীণ অথবা শহরের স্বাস্থ্যকেন্দ্র থাকা আবশ্যিক। রয়েছে স্নাতক স্তরের আসন, বাধ্যতামূলক উপস্থিতি, স্কিল ল্যাব এবং আরও অন্যান্য বিষয়।
আরও পড়ুন- এবার ফুটবলের পর শিক্ষাতেও মউ-স্বাক্ষর