ভাইফোঁটায় কমল মেট্রোর সংখ্যা

রাজ্য জুড়ে আজ ভাইফোঁটার (Bhai Fonta) উৎসব পালিত হচ্ছে। সরকারিভাবে ছুটি থাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজন কম।

Must read

রাজ্য জুড়ে আজ ভাইফোঁটার (Bhai Fonta) উৎসব পালিত হচ্ছে। সরকারিভাবে ছুটি থাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজন কম। ছুটির আমেজে এবার মেট্রো সংখ্যাতে (Metro numbers)বদল। অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা কম । শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (blue line)মেট্রো চলে ২৭২ বার। সেখানে আজ ১৮২টি মেট্রো চলছে। যদিও মেট্রো সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন-দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

গ্রিন লাইনে (Green line) মেট্রো চলাচলেও আজ পাতালরেলের সংখ্যা কমানো হয়েছে। অফিসের ব্যস্ত দিনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ করিডরে ২২৬টি মেট্রো চললেও আজ তা কমে দাঁড়িয়েছে ১৪৮-এ। তবে যাত্রী সংখ্যা কম থাকায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। যদিও এদিন নোয়াপাড়া-বিমানবন্দর, জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-বেলেঘাটা রুটে পরিষেবা স্বাভাবিক থাকছে।

Latest article