পুজোর আগে শনি ও রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা

শনিবার এবং রবিবার মানুষ কেনাকাটি করবেন এবং এই সময় শহর এবং শহরতলি থেকে বহু মানুষ নিউ মার্কেটে (Esplanade) চত্বরে ভিড় বাড়ান।

Must read

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। চলছে কেনাকাটা। শনিবার এবং রবিবার মানুষ কেনাকাটি করবেন এবং এই সময় শহর এবং শহরতলি থেকে বহু মানুষ নিউ মার্কেটে (Esplanade) চত্বরে ভিড় বাড়ান। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই দুর্গাপুজোর আগে শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Metro Railway) কর্তৃপক্ষ। অন্যান্য শনিবার এবং রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ, ব্লু লাইন) যে পরিমান মেট্রো মাত্র চলে আগামী চারটি শনিবার এবং চারটি রবিবার সেই তুলনায় অনেক বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার মোট ২৩৪টি মেট্রো চলে। আগামী ১৪ সেপ্টেম্বর এবং আগামী ২১ সেপ্টেম্বর সেই সংখ্যা বেড়ে হবে ২৬২টি। পুজোর আগে শেষ দুটি শনিবার মেট্রো সংখ্যা আরো বাড়বে বলেই খবর।

আরও পড়ুন-ধৈর্য রেখে সদিচ্ছা মুখ্যমন্ত্রীর, ছক কষে আটকানো হল বৈঠক

এই মর্মে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর এবং আগামী ৫ অক্টোবর ২৮৮টি মেট্রো চালানো হবে। স্বাভাবিকভাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৯০টি মেট্রো চালানো হয়। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে রবিবার ১৩০টি মেট্রো চালানো হবে। পুজোর আগে শেষ চারটি রবিবার (১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর) ১৯৬টি মেট্রো চালানো হবে।

আরও পড়ুন-দিনের কবিতা

গ্রিন লাইন-১ (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা), গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড), পার্পল লাইন (জোকা থেকে মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে রুবি) শনিবার এবং রবিবার মেট্রো চলাচল আগের মতোই হবে। পুজোর আগের শনিবার এবং রবিবারও কোন পরিবর্তন হবে না।

Latest article