প্রতিবেদন: স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টাল খোলা নিয়ে অহেতুক সংশয় ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল, দেরি করে পোর্টাল খোলার ফলে রাজ্যের পড়ুয়ারা ভিন রাজ্যে চলে যাবে না তো? কিন্তু পোর্টাল খুলতেই দেখা গেল উল্টো ছবি। রাজ্যের পড়ুয়ারা তো রয়েছেই, পাশাপাশি ভিন রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা আবেদন করছে বিপুল পরিমাণে। মঙ্গলবার সন্ধে ছ’টা পর্যন্ত পোর্টালে ভিন রাজ্য থেকে আবেদন করেছে ১৮৪২ জন পড়ুয়া। কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাত, কেরল, উত্তরপ্রদেশের মতো দূরবর্তী রাজ্যগুলি থেকেও যেমন অ্যাপ্লিকেশন পড়েছে, তেমনই অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকেও অনেক পড়ুয়া আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রথযাত্রায় ভারী বৃষ্টি
ভিন রাজ্য থেকে এত বিপুল পরিমাণে পড়ুয়াদের আবেদনের কারণ সম্বন্ধে শিক্ষামহলের মত, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় উচ্চশিক্ষায় খরচ অনেক কম এবং সুবিধে অনেক বেশি। সেই কারণেই ভিন রাজ্যের পড়ুয়ারা এই রাজ্যে ভর্তির জন্য ঝুঁকছে। এই কথা অনস্বীকার্য যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে খোলনলচে বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ হোক কিংবা রাজ্যে উন্নত মানের প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় সবেতেই আধুনিকতার ছোঁয়া এনেছেন তিনি। এদিকে এই সমস্ত প্রযুক্তিগত কলেজ হোক কিংবা অন্যান্য সরকারি অনুমোদিত কলেজ সবেতেই খরচ এতটাই আয়ত্তের মধ্যে যে সকলেই তা বহন করতে পারবে। তাই স্বল্পমূল্যে উন্নত শিক্ষা ব্যবস্থা পেতে ভিন রাজ্য থেকে বাংলামুখী হচ্ছে পড়ুয়ারা। দেখা গিয়েছে কমার্স কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন জমা পড়ে বেশি। এর পেছনে অবশ্য বিশেষজ্ঞদের মত, রাজ্যে এখন বিজনেস হাব তৈরি হয়েছে। চাকরির দিশা বেড়েছে অনেক বেশি। কমার্স পাশ করার পর ছাত্রছাত্রীরা খুব বেশি বসে থাকেন না। তাই এটিও একটি অন্যতম কারণ। অতএব সব মিলিয়ে রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থাকে ভরসা করেই ভিন রাজ্য থেকে দলে দলে পড়ুয়া বাংলায় ভর্তি হওয়ার আবেদন করছে।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…