তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বাস্থ্য শিবিরগুলিতে ব্যাপক সাড়া মিলল। শুক্রবার ছিল বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদানের দ্বিতীয় দিন। আর আজ ছিল তৃতীয় দিন। বিনামূল্যে পরিষেবা নিতে এদিন ডায়মন্ড হারবার বিধানসভার প্রতিটি স্বাস্থ্যশিবিরেই রোগীদের ভিড় উপচে পড়েছিল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি ক্যাম্পে রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্যত ছিলেন। শিবিরগুলিতে বিনামূল্যে এমন সু-চিকিৎসার সুযোগ পেয়ে রোগী ও আত্মীয়রা আপ্লুত। সাংসদের এহেন উদ্যোগকে সকলেই একবাক্যে সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন-বিচারপতি থেকে সাংসদ হয়েই আইন ভাঙা শুরু অভিজিতের : কল্যাণ
এই মর্মে এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”আজ সেবাশ্রয়ের তৃতীয় দিন, এবং উপস্থিত জনগণের সংখ্যাই উত্তর! ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪১টি স্বাস্থ্য শিবির জুড়ে, ১১,৩৮৮ জন মানুষ আজ বিনামূল্যে, উচ্চ মানের স্বাস্থ্যসেবা পেয়েছেন। এর মধ্যে ৭০৫৩ জনের ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে, ৬৫৩৭ জন প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন এবং ২৫৩ জনকে উন্নত মানের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে। সেবাশ্রয়কে বিশেষ করে তুলেছে মানুষের সাথে এটির আত্মিক যোগাযোগ। এটি শুধুমাত্র জরুরি পরিষেবা দেওয়া নয়, এটা নিশ্চিত করা যে স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় যেটা এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সেবাশ্রয় প্রমাণ করে দিচ্ছে যে উন্নয়ন গোড়া থেকেই শুরু হয়।”
আরও পড়ুন-চারমাসেও অপরাজিতা বিলে অনুমোদন নেই, প্রতিবাদে রাজপথে মহিলা তৃণমূল
ডায়মন্ড হারবারবাসীদের উদ্দেশ্যে তিনি লেখেন, ”আপনাদের বিশ্বাস এবং উৎসাহ প্রতিদিন এই কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগায়। তাছাড়াও আমরা পিপল-ফার্স্ট গভর্নেন্স বলতে যা বোঝায় তার একটি নজির স্থাপন করছি।”
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…