প্রতিবেদন : ক্যানসার আক্রন্ত জন্য আত্মত্যাগ করলেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নার্স। নিজের ১৪ ইঞ্চির চুল কেটে ফেললেন। দান করলেন ক্যানসার আক্রান্তদের। ঘোকসাডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সর পৌলমী দাস। তিনি বলেন নার্সিং পড়ুয়া থাকার সময়ে ক্যানসার আক্রান্ত মানুষদের খুব কাছ থেকে দেখেছেন। তখন তিনি উপলব্ধি করেছেন তাঁদের দুঃখকে। তাই দীর্ঘ সময় ধরে তাঁর ইচ্ছে ছিল ক্যানসার আক্রান্তদের জন্য চুলদান করার।
আরও পড়ুন-মুর্শিদাবাদে বাস বন্ধের ডাক, বিপাকে যাত্রীরা
বর্তমানে তাই তিনি কোচবিহারের এক সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে এই চুলদান করলেন। নিজের চুলের ১৪ ইঞ্চি লম্বা চুল তিনি দান করলেন তিনি। একজন নার্সিং কর্মী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি চান যে আরও অনেকেই যেন এই চুলদানের কাজে অংশ নেয়। তাঁর এই চুল ক্যুরিয়র করে পাঠানো হবে মুম্বইয়ের একটি সংগঠনের কাছে। আজ বহু মানুষ দিশেহারা। বহু পরিবার ও বহু জীবন শেষ হয়ে গিয়েছে এই রোগের কবলে পড়ে। তবে এই রোগে আক্রান্ত মানুষেরা কিছু ক্ষেত্রে কেমোথেরাপি নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে। ক্যানসার আক্রান্ত রোগীদের একাধিকবার কেমোথেরাপি নিতে হয়। আর কেমোথেরাপি নেওয়ার ফলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাতেই বেশিরভাগের মাথার চুল উঠে যায়। সুস্থ মানুষের মাথার চুল দিয়ে সেই অভাব অনেকটাই পূরণ করা সম্ভব। মানুষের দানের চুলগুলি দিয়ে পরচুল বা উইগ তৈরি করা হয় ক্যানসার আক্রান্তদের জন্য। কোচবিহারের বহু মানুষ এভাবে চুল দান করেছেন। পৌলমীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।