মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই টাস্কফোর্সের অভিযান শুরু

মঙ্গলবার নবান্নের বৈঠকে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স, পুলিশ এবং অন্যান্য বিভাগকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন : শাক-সবজির বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মাঠে নামল টাস্কফোর্স। বুধবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার বাজারে শুরু হয়েছে টাস্কফোর্স ও পুলিশ আধিকারিকদের অভিযান। মঙ্গলবার নবান্নের বৈঠকে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স, পুলিশ এবং অন্যান্য বিভাগকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে সবজির দাম কমানোর কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকেই কাঁকুড়গাছি ভিআইপি বাজার, আসানসোল-দুর্গাপুর, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলার বাজার পরিদর্শন করেন পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা। এদিন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে-সহ অন্যরা কাঁকুড়গাছির ভিআইপি বাজার ঘুরে দেখেন। কথা বলেন খুচরো ব্যবসায়ীদের সঙ্গে। নানারকম আনাজপাতির দাম জানতে চান। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। এই পরিদর্শনের ভিত্তিতেই একটি রিপোর্ট তৈরি করবেন তাঁরা। সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে। বৃহস্পতিবারও সকালে মানিকতলা এবং কলেজ স্ট্রিট বাজার পরিদর্শন করবেন টাস্কফোর্স ও পুলিশের আধিকারিকরা।

আরও পড়ুন-ভিডিওর জেরে ধৃত অভিযুক্তরা

বাজারে শাক-সবজির দাম আকাশছোঁয়া। আলু, পেঁয়াজ, লঙ্কার দাম বেড়েছে হু-হু করে। আলু-পটল থেকে শুরু করে মাছ-মাংস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। এই নিয়ে মঙ্গলবারই নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে নেত্রী ১০ দিন সময় বেঁধে দেওয়ার পরই বুধবার সকাল থেকে জেলায় জেলায় বাজারে অভিযান চালান প্রশাসনিক আধিকারিকরা। এদিন হুগলিতে চুঁচুড়ার খরুয়া বাজার, মল্লিক কাশেম হাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতর ও নিয়ন্ত্রিত বাজার কমিটি। পরিদর্শনে গিয়ে বিক্রেতাদের দাঁড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারিকরা। রিনিউ না করায় কয়েকজনের দাঁড়িপাল্লা সিজ করা হয়। সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা, ক্রেতাদের কাছে তা জানতে চান আধিকারিকরা। ওজনের মেশিনও খতিয়ে দেখেন। কোনও মেশিনে গরমিল দেখলেই কড়া ব্যবস্থা নেন আধিকারিকরা।

Latest article