প্রতিবেদন: এক দেশ-এক ভোট সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক হবে ৮ জানুয়ারি দিল্লিতে৷ প্রবীণ সাংসদ পি পি চৌধারীর নেতৃত্বাধীন ৩৯ সদস্যের এই জেপিসিকে ‘এক দেশ- এক ভোট’ সংক্রান্ত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ড বিল ২০২৪ এবং ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ড বিল ২০২৪ পর্যালোচনার জন্য প্রায় সাড়ে তিন মাস সময় দেওয়া হয়েছে৷ এর পরেই সংসদে তাদের রিপোর্ট পেশ করবে জেপিসি৷ এই লক্ষ্যেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে জেপিসি এবার তাদের প্রথম বৈঠকে মিলিত হবে, নতুন বছরের গোড়াতেই৷ লোকসভার ২৭ এবং রাজ্যসভার ১২ জন সাংসদ মিলিয়ে মোট ৩৯ জন সদস্যের এই জেপিসিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি লোকসভায় দলের মুখ্য সচেতক, বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ অন্যদিকে, কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন লোকসভার সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
আরও পড়ুন-দিল্লিতে অকালবৃষ্টি, ঠাণ্ডার হাতছানি
উল্লেখ্য, ইতিমধ্যেই এক দেশ-এক ভোট প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বিরোধী শিবির৷ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারকে লক্ষ্য করে৷ একইরকমভাবে মোদি সরকারের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস৷ প্রতিবাদ এসেছে সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে-র মত দলগুলির তরফেও৷ এই আবহে জেপিসির প্রথম বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা আরও একবার প্রতিবাদে সরব হবেন এক দেশ-এক ভোট নীতির প্রয়োগ সম্ভাবনার বিরুদ্ধে, এমনই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের৷