সংবাদদাতা, কোচবিহার : সামনে পুর ভোট (Municipality Election)। তার আগে একের পর এক বিরোধী শিবিরগুলিতে ভাঙন। দল ছেড়ে উন্নয়নে শামিল হতে প্রথম সারির নেতারা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটির সদস্য অশোক রায় (Ashok Roy) যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার (Coochbihar) শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmik) এবং কোচবিহার পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তপন ঘোষ (Tapan Ghosh)।
আরও পড়ুন-পুরভোটের আগে টিকাকরণ
পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পতাকা হাতে নিয়ে অশোক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উন্নয়নে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।’ কোচবিহার শহর ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘পুরভোটের আগে যেভাবে বিভিন্ন বিরোধী দল থেকে প্রথম সারির নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাতে স্পষ্ট কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।’