বঙ্গ

অপসারিত গৌড়বঙ্গের উপাচার্য, ক্ষুব্ধ ব্রাত্য

প্রতিবেদন : আচার্যের রোষানলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of Gour Banga) কার্যকরী উপাচার্য রজতকিশোর দে। তৃণমূল শিক্ষক সংগঠন ওয়েবকুপার সম্মেলনের রাগ গিয়ে পড়ল রজতকিশোরের উপর। তাঁকে কার্যকরী উপাচার্যের পদ থেকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল। রবিবার রাজ্যপালের তরফে একটি চিঠি পাঠিয়ে রজতকিশোরকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে আচার্যকে একহাত নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্যপালের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যপালের গোসা হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষক সংগঠন কনভেনশন করবেই। কয়েকজন পেটোয়া উপাচার্য আছে তাঁদের বুদ্ধিতে এইরকম কাজ করছেন রাজ্যপাল। উনি যে কাজ করছেন তা আইন-পরিপন্থী। উনি একটা খেলনা পেয়েছেন। ইউনিভার্সিটিকে খেলনা মনে করছেন।
শিক্ষামন্ত্রীর তোপ, রাজ্যপাল যে বালখিল্যপনা চালাচ্ছিলেন, এটা তারই সম্প্রসারণ। উনি কী বললেন না বললেন রাজ্যে কেউ গুরুত্ব দেয় না। ওঁর বাড়ির লোকই ওঁকে গুরুত্ব দেন না, ওঁর কথায় কিছু যায় আসে না। ওঁকে রাখা মানে উচ্চশিক্ষার সমূহ ক্ষতি।

আরও পড়ুন- বিজেপির ভোট বিজ্ঞাপনে নারীদের অপমান! কমিশনে নালিশ মহিলা সংগঠনের

কিছুদিন আগেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (University of Gour Banga) তৃণমূল শিক্ষক সংগঠন ওয়েবকুপার কনভেনশন ছিল। এখানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। ঘটনাচক্রে সেই সভার পরে পরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত হলেন রজতকিশোর দে। গত বছরের অগাস্ট মাসে রজতকিশোর দে-কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য। কিন্তু মনে করা হচ্ছে ওয়েবকুপার সাম্প্রতিক কনভেনশনের জেরেই নিয়োগের ন-মাসের মাথায় তাঁকে পদ থেকে সরানো হল। কিন্তু কেন তাঁকে পদ থেকে সরানো হল, তা ওই চিঠি থেকে স্পষ্ট নয়।
এই প্রসঙ্গে কার্যকরী উপাচার্য রজত কিশোরীদের বলেন, এই চিঠি পেয়ে আমি হতচিত, মর্মাহত। মনে হচ্ছে ওয়েবক্যপার রাজ্য সম্মেলন এর জেরেই আমাকে সরানো হলো। যদিও এই ব্যাপারে কোন কারণ স্পষ্ট নয়। এই অপসারণের চিঠি আমাকে সামাজিকভাবে অপমানের জায়গায় পৌঁছে দিয়েছে আমাকে হেনস্থা করার প্রয়াস চলছে। যদিও সোমবার দুপুর আড়াইটা নাগাদ রাজ্য সরকারের তরফে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেইল করে জানানো হয়েছে উপাচার্য সেই পদে বহাল থাকবেন এবং তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

10 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

30 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago