বিখ্যাত হতে গিয়ে বিড়ম্বনায় ভাইরাল খাট-গাড়ির মালিক

ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়িচালক নবাব সমাজমাধ্যমে ভাইরাল বা খ্যাতি পেতেই বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট, আর তার উপর বসে এক যুবক মাঝেমধ্যে কিছু কসরত দেখাচ্ছেন। এই ভাইরাল ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। অনেক খোঁজখবরের পর জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন ডোমকল শম্ভুনগরের জনৈক নবাব শেখ। বছর সাতাশের নবাব ইদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানিনগর-সহ আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান খাট-গাড়ি যানজট তৈরি করছে এই কারণ জানিয়ে পুলিশের তরফে তাঁকে ওই খাট-গাড়ি নিয়ে আপাতত রাস্তায় বের হতে বারণ করা হয়।

আরও পড়ুন-ভূমিকা বদলালেও লক্ষ্য একই রয়েছে, অকপট রোহিত

ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়িচালক নবাব সমাজমাধ্যমে ভাইরাল বা খ্যাতি পেতেই বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় প্রথম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু বিখ্যাত হওয়ার শখ ছিল বরাবর। সেই কারণে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে কাজ করে চলন্ত এই খাট-গাড়ি তৈরি করি প্রায় দেড় বছরের পরিশ্রমে। চার চাকার এই গাড়িতে খাটে শোয়ার মতো ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে ‘লুকিং গ্লাস’। খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকবজা।’ তবে বিখ্যাত হতে গিয়ে এখন চরম বিড়ম্বনায় পড়েছেন নবাব। ইদের দিন নিজের তৈরি করা খাট-গাড়ি চালিয়ে সেই ছবি সমাজমাধ্যমে আপলোড করার পর সমাজমাধ্যম থেকেই তাঁর বিরুদ্ধে কপিরাইটের কেস দেওয়া হয়েছে। নবাব বলেন, ‘কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিনে বিভিন্ন যন্ত্রাংশের কিছু পরিবর্তন করে প্রায় ২.১৫ লক্ষ টাকা খরচ করে এটা তৈরি করেছি। কিন্তু ইদের দিন এই গাড়ি নিয়ে বেরোনোর পর প্রশাসনের তরফে আমাকে বড় রাস্তায় বেরোতে বারণ করা হয়। এর ভিডিও আপলোড করার পর সোশ্যাল মিডিয়তেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে। আমার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের কিছু লোক আর্থিকভাবে লাভবান হলেও আমি সমাজমাধ্যম থেকে এক টাকাও পাচ্ছি না। পুলিশকে জানালে তাদের বক্তব্য, বেআইনিভাবে তৈরি এই খাট-গাড়ির ভিডিও ব্যবহার করে উপার্জনের কোনও ব্যবস্থা তারা করতে পারবে না।’ নবাবের আফসোস, কেউ তাঁকে কোনও সাহায্য করেনি। এখন তাঁর তৈরি জিনিসের কৃতিত্বও পাচ্ছেন না।

Latest article