বঙ্গ

বিখ্যাত হতে গিয়ে বিড়ম্বনায় ভাইরাল খাট-গাড়ির মালিক

কমল মজুমদার, জঙ্গিপুর: রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট, আর তার উপর বসে এক যুবক মাঝেমধ্যে কিছু কসরত দেখাচ্ছেন। এই ভাইরাল ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। অনেক খোঁজখবরের পর জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন ডোমকল শম্ভুনগরের জনৈক নবাব শেখ। বছর সাতাশের নবাব ইদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানিনগর-সহ আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান খাট-গাড়ি যানজট তৈরি করছে এই কারণ জানিয়ে পুলিশের তরফে তাঁকে ওই খাট-গাড়ি নিয়ে আপাতত রাস্তায় বের হতে বারণ করা হয়।

আরও পড়ুন-ভূমিকা বদলালেও লক্ষ্য একই রয়েছে, অকপট রোহিত

ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়িচালক নবাব সমাজমাধ্যমে ভাইরাল বা খ্যাতি পেতেই বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় প্রথম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু বিখ্যাত হওয়ার শখ ছিল বরাবর। সেই কারণে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে কাজ করে চলন্ত এই খাট-গাড়ি তৈরি করি প্রায় দেড় বছরের পরিশ্রমে। চার চাকার এই গাড়িতে খাটে শোয়ার মতো ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে ‘লুকিং গ্লাস’। খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকবজা।’ তবে বিখ্যাত হতে গিয়ে এখন চরম বিড়ম্বনায় পড়েছেন নবাব। ইদের দিন নিজের তৈরি করা খাট-গাড়ি চালিয়ে সেই ছবি সমাজমাধ্যমে আপলোড করার পর সমাজমাধ্যম থেকেই তাঁর বিরুদ্ধে কপিরাইটের কেস দেওয়া হয়েছে। নবাব বলেন, ‘কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিনে বিভিন্ন যন্ত্রাংশের কিছু পরিবর্তন করে প্রায় ২.১৫ লক্ষ টাকা খরচ করে এটা তৈরি করেছি। কিন্তু ইদের দিন এই গাড়ি নিয়ে বেরোনোর পর প্রশাসনের তরফে আমাকে বড় রাস্তায় বেরোতে বারণ করা হয়। এর ভিডিও আপলোড করার পর সোশ্যাল মিডিয়তেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে। আমার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের কিছু লোক আর্থিকভাবে লাভবান হলেও আমি সমাজমাধ্যম থেকে এক টাকাও পাচ্ছি না। পুলিশকে জানালে তাদের বক্তব্য, বেআইনিভাবে তৈরি এই খাট-গাড়ির ভিডিও ব্যবহার করে উপার্জনের কোনও ব্যবস্থা তারা করতে পারবে না।’ নবাবের আফসোস, কেউ তাঁকে কোনও সাহায্য করেনি। এখন তাঁর তৈরি জিনিসের কৃতিত্বও পাচ্ছেন না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

28 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

32 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

40 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

46 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

55 minutes ago