সংবাদদাতা, হাওড়া : পুড়ে যাওয়া মঙ্গলাহাটের (Mangla Haat) জমির চরিত্র ও তার মালিকানা কার নামে রয়েছে তা জেনে নিয়ে পদক্ষেপ করবে হাওড়া জেলা প্রশাসন। জমির মালিকানা কার নামে তা খতিয়ে দেখার জন্য হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ভূমি ও ভূমি সংস্কার দফতরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সমবায়মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের একজন করে আধিকারিককে নিয়ে কমিটি গড়ে দিয়েছেন। ওই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দেবে দ্রুত। শনিবার এই ব্যাপারে সমবায়মন্ত্রী অরূপ রায় হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যের সঙ্গে কথা বলেছেন। অরূপ রায় জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সবসময় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই ঘটনাস্থলে সেকথা জানিয়েছেন। যদি জমিটি সরকারি হয় তাহলে রাজ্য সরকারই সেখানে নতুন করে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেবে। না হলেও জমিটি রাজ্য সরকার নিয়ে সেখানে ব্যবসায়ীদের জন্যে বিল্ডিং তৈরি করে দেবে। ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণেরও ব্যবস্থা করে দেওয়া হবে। গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। আমরা এগুলি দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এদিকে, শনিবারও পুড়ে-যাওয়া মঙ্গলাহাটের কয়েক জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু এলাকায় ‘পকেট ফায়ার’ লক্ষ্য করা যায়। এদিন সকালেও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে। এরই মধ্যে শুক্রবার রাতভর সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞরা পুড়ে যাওয়া মঙ্গলাহাটে (Mangla Haat) তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেন। ব্যবসায়ীদের বয়ানও রেকর্ড করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কার্যত ভস্মীভূত হয়ে যায় হাওড়ার ‘পোড়া মঙ্গলাহাট’।