‘বাংলার মাটি বাংলার জল’ গানে মুখরিত সংসদ চত্বর

বিজেপির ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে ঝড় সংসদের ভেতরে-বাইরে। তৃণমূলের ভাষা আন্দোলনের জেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছে মোদি সরকার।

Must read

প্রতিবেদন: বিজেপির ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে ঝড় সংসদের ভেতরে-বাইরে। তৃণমূলের ভাষা আন্দোলনের জেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছে মোদি সরকার। একদিকে ডবল ইঞ্জিন রাজ্যে বাঙালি হেনস্থা আর অন্যদিকে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস। বুধবারের পর বৃহস্পতিতেও বাঙালি মনীষীদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বাংলা ভাষার অপমান মানছি না- স্লোগান তুললেন। সমবেত কণ্ঠে ধরলেন গান। বাংলার রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’এ মুখরিত হল সংসদ প্রাঙ্গন।

আরও পড়ুন-দেশে এমবিবিএসে আসন বাড়লেও ভর্তি হচ্ছেন না পড়ুয়ারা!

উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার , মালা রায়, মহুয়া মৈত্র, দোলা সেন, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষসহ তৃণমূলের সাংসদরা। বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে তীব্র প্রতিবাদ করে আসছে পশ্চিমবঙ্গের শাসক দল। বুধবার মকরদ্বারের সামনে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদরা মনীষীদের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহীতার সমান, “বাংলা ও বাঙালির অপমান মানছি না মানবো না” স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর। এরপর বৃহস্পতিবারও এই একই ইস্যুতে সুর চড়ালো তৃণমূল। এদিন রাজ্য সংগীত গেয়ে প্রতিবাদ জানালেন সাংসদরা। সংসদের দুই কক্ষেই ভাষার অবমাননা ইস্যুতে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিশ দিল তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের পাশে দাঁড়িয়ে একই ইস্যুতে এদিন মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেসও। এদিন তামিলনাড়ুর সাংসদ মানিকম টেগর বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ দেন। লক্ষণীয়, এর আগে ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনও বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এস আই আর-এর প্রতিবাদেও এদিন সংসদের উভয়কক্ষে ঝড় তোলে তৃণমূলের নেতৃত্বে বিরোধী জোট। আলোচনার দাবিতে নোটিশ দেয় তৃণমূল-সহ বিরোধীরা। কিন্তু সরকার পক্ষ আলোচনার দাবি না মানায় ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভা।

Latest article