সংবাদদাতা, জলপাইগুড়ি : দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরের বহু কৃষক। নষ্ট হয়ে গিয়েছে ফসল। তবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দল ও প্রশাসন। কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতা ও জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জেলার প্রায় ৩০টি সমবায় সমিতির মাধ্যমে সরাসরি ৪০ হাজারেরও বেশি কৃষক ভরসা পান এই ব্যাঙ্কের ওপর। সমবায় সমিতির বই আজ কৃষকদের কাছে আধার বা ভোটার কার্ডের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে পরিণত হয়েছে।
আরও পড়ুন-দুর্গত এলাকা পরিদর্শনে মন্ত্রী, ত্রাণ নিয়ে তৃণমূলের প্রতিনিধিরা
সরাসরি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলতে সৌরভ চক্রবর্তী ছুটে যান জলপাইগুড়ি জেলার একাধিক প্রান্তে, বিশেষ করে যে-সমস্ত জায়গায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। তিনি মাঠে নেমে কৃষকদের পরিস্থিতি বোঝেন ও তাঁদের রাজ্য সরকারের শস্যবিমা প্রকল্পে দ্রুত আবেদন করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি নির্দেশ দেন প্রতিটি সমবায় সমিতিকে দ্রুত কৃষকদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে। সৌরভ চক্রবর্তী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষকদের পাশে থাকেন। এই ভয়াবহ পরিস্থিতিতে কৃষকরা একা নন। রাজ্য সরকারের শস্যবিমা প্রকল্পের মাধ্যমে দ্রুত ক্ষতিপূরণ তাঁদের হাতে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই সমবায় সমিতিগুলিতে ক্ষতিপূরণের ফর্ম ফিলাপ শুরু করে দেওয়া হয়েছে। একজন কৃষকও যাতে এই সহায়তা থেকে বঞ্চিত না হন, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। তৃণমূল সরকারের মানবিক উদ্যোগ ও তৎপরতায় ভরসা ফিরে পাচ্ছেন উত্তরবঙ্গের হাজারো কৃষক। বন্যার দুঃসহ যন্ত্রণার মধ্যেও তাঁদের মনে ভরসার আলো দেখাচ্ছে রাজ্য সরকারের এই সহায়তা।