দল ও নেত্রী একটাই, কোনও উপদল নয়: দুই জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

২০২৪ লোকসভা ভোট নজরে রেখে সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে একের পর এক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটি বার্তা তিনি দলের সকলকে দিচ্ছেন, তা হল পঞ্চায়েত ভোটে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনওরকম গা-জোয়ারি চলবে না। টিকিট বন্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা রাখতে হবে। দলের মধ্যে দলবাজি চলবে না।

এবার কোচবিহার ও নদিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকেও সাংগঠনিক নেতা ও দলের বিভিন্নস্তরের জনপ্রতিনিধিদের স্বচ্ছতার সঙ্গে সংগঠন করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। অভিষেক আরও বলেন, জেলাস্তরে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে কাজ করতে হবে। দল একটাই। নেত্রী একটাই। কোনও উপদল করা যাবে না।সকলের উপর দলের নজর রয়েছে। কোনওরকম দুর্নীতির বরদাস্ত করা হবে না, সে যত বড় নেতা হন না কেন। প্রসঙ্গত, নদিয়ার বৈঠকে দুই দলীয় বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে দেখা যায়নি বলেই খবর।

আরও পড়ুন: আদিবাসীদের সম্মান, অধিকার অব্যাহত থাকবে: বিশ্ব আদিবাসী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, কোচবিহারে জেলা নেতৃত্বকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি নির্দিষ্ট জেলা দলীয় কার্যালয় করতে বলেছেন এতদিন সেখানে জেলার কেন্দ্রীয় কোনও নির্দিষ্ট কোনও কার্যালয় ছিল না বলেই জানা গিয়েছে।

Latest article