প্রতিবেদন : কারও ব্যক্তিগত ভুলের দায় দল নেবে না। যদি কেউ অন্যায় করে তাহলে সেই দায় তাকেই নিতে হবে। বুধবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত দলের বিধায়কদের পরিষ্কার জানিয়ে দিলেন, ফিরহাদ হাকিম (MLA Firhad Hakim)। এর আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একথা বলেছেন৷ বুধবার পরিষদীয় দলের বৈঠকে আবারও একথা স্মরণ করিয়ে দিলেন ফিরহাদ (MLA Firhad Hakim)৷ একইসঙ্গে বিধায়কদের অধিবেশনের সময় রোজ বিধানসভায় হাজিরা বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় দল। এবিষয়ে জোর দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বিধানসভার নৌসর আলি কক্ষে তৃণমূল কংগ্রেসের রাজ্য পরিষদীয় দলের বৈঠক হয়। ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায়-সহ দলের সমস্ত বিধায়কেরা। তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, চলতি অধিবেশনে ছয়-সাতটি গুরত্বপূর্ণ বিল আসতে চলেছে। তাঁর কথায়, বিল পাশ করানো সরকার পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে সে কথা দলীয় বিধায়কদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সেকথা জানিয়ে যেতে হবে। একইসঙ্গে বিরোধীদের কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে বিতর্কের মাধ্যমে তাঁদের সমস্ত সমালোচনার জবাব দিতে এবং শান্তিপূর্ণভাবে অধিবেশন পরিচালনার ব্যাপারে সক্রিয় হতে সরকারপক্ষের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-কেরোসিনেও কোপ