নেত্রীর নির্দেশ ও অভিষেকের উদ্যোগে পাশে দাঁড়াল দল, প্রয়াত কর্মীর পরিবারের হাতে আর্থিক অনুদান তৃণমূলের

পুরো বিষয়টির দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভীরতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই দায়িত্ব পালন করলেন অভিষেক।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন করণদিঘি থেকে কলকাতায় সমাবেশে যোগ দিতে আসা দুর্ঘটনায় মৃত বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়াবে দল। পুরো বিষয়টির দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভীরতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সেই দায়িত্ব পালন করলেন অভিষেক। শোকাহত পরিবারটির হাতে তুলে দেওয়া লক্ষ আর্থিক অনুদান তিন লক্ষ টাকা। নেতৃত্বের নির্দেশ মতই মঙ্গলবার জেলায় ফিরেই উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলীয় নেতৃত্ব পৌঁছে যান দুর্ঘটনায় মৃত করণদীঘির সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী তথা বুথ সভাপতি আইনাল হকের বাড়িতে। শোকার্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দিলেন।

আরও পড়ুন-ছাত্রদের ঢাল করে হিংসা, কড়া পদক্ষেপের ঘোষণা হাসিনার

সভাধিপতি পম্পা পাল জানান, ২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মৃত আইনলের পরিবারকে সাহায্য করার দায়িত্ব তুলে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে। সেই মত অভিষেক বন্দোপাধ্যায় আর্থিক সাহা্য্য পাঠিয়েছেন এই পরিবারের জন্য। অপরদিকে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, মঙ্গলবার আইনলের স্ত্রী সাফিয়ানা নেশার হাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। আর্থিক সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁরা।

Latest article