২০২৫ সালের উচ্চমাধ্যমিক (higher secondary) পরীক্ষার ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায় বুধবার সাড়ে বারোটা নাগাদ বিদ্যাসাগর ভবনে পরীক্ষার ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্রদের পাশের হার ৯২.৩০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। প্রাপ্ত নম্বর ৪৯৭। আজ দুপুর দুটো থেকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। পরীক্ষার্থীরা অবশ্য এদিন মার্কশিট হাতে পাবেন না, স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে। মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজ উল্লেখ করা থাকছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।
আরও পড়ুন- ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর! ছত্তিশগড়ে গুলিতে নিকেশ ১৫ মাওবাদী
এই বছরই শেষ বার্ষিকভাবে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যোশাল মিডিয়ায় সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, ‘আজ উচ্চ মাধ্যমিক (higher secondary) পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হল। পাশের হার ৯০.৭৯ শতাংশ। সকল ছাত্র-ছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই ভাবেই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখো এবং বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তোমাদের হাত ধরে আরো উজ্জ্বল হোক এই কামনা করি’। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে এবং সেই মতো ফল ঘোষণা হবে। এ বছর পরীক্ষা শুরু হয় ৩ মার্চ, শেষ হয়ে ১৮ মার্চ। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য এবারেও রয়েছে তৎকাল পরিষেবা । তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করা যাবে ৮ মে রাত ১২টা থেকে ১১মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সংসদ জানিয়েছে কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে এবার সেরা ফলাফল হয়েছে। যারা অকৃতকার্য হয়েছেন তারা চাইলে নতুন সেমিস্টার ব্যবস্থায় চলে আসতে পারবেন বুধবার থেকে সেই ব্যবস্থা চালু হচ্ছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…