সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর জঙ্গলসুন্দরী কর্মনগরীতে নতুন একটি মাইলফলক স্থাপিত হল শনিবার। এদিন পুরুলিয়ার সাঁতুড়ি থানার পোড়াডিতে শুরু চালু হল নতুন একটি কারখানা। একহাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই স্টিল, রোলিং মিল ও ক্যাপটিভ বিদ্যুৎ কারখানাটির উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এদিন কারখানা উদ্বোধন করে শিল্পমন্ত্রী (Partha Chatterjee) বলেন, রঘুনাথপুর শিল্পতালুকে কাজ শুরু হয়ে গেল। আগামী দিনে এই শিল্পতালুক কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। এদিন বিকেলে একেবারে প্রত্যন্ত এলাকায় এই কারখানা ঘিরে থাকা গ্রামগুলিতে ছিল খুশির হাওয়া। শাকম্ভরী গ্রুপের এই কারখানা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের লক্ষ্য এলাকার সামগ্রিক উন্নয়ন। তাই তাঁরা স্থানীয় মানুষের স্বাস্থ্য, পানীয় জল, খেলাধুলা ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ অর্থব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কারখানায় স্থায়ী কর্মসংস্থান হবে তিনশো জনের। এছাড়া অস্থায়ী কর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান হবে আরও অন্তত পাঁচশো জনের। শাকম্ভরী গ্রুপের একটি কারখানা রয়েছে নিতুড়িয়া থানার মদনডি গ্রামে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রঘুনাথপুর শিল্পতালুকে কারখানা গড়ার জন্য ইতিমধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের এখানে কারখানা গড়ে তুলতে সহযোগিতা করতে হবে। রাজ্যে ইতিমধ্যে দু’লক্ষ কর্মসংস্থান হয়েছে। শিল্পতালুকে আরও কর্মসংস্থান হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রঘুনাথপুরে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। কোনও সমস্যা হলে সবাই মিলে সমাধান করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এলাকায় শিল্পায়নে স্থানীয় মানুষ সহযোগিতা করছেন বলে জানান তিনি। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, রঘুনাথপুর শিল্পতালুকে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিয়ে ক্ষোভ আছে। শিল্পতালুকে আমরা জমিহারা ও স্থানীয় মানুষের কর্মসংস্থানে বেশি জোর দেব।