প্রতিবেদন : গঙ্গাসাগরের মেলায় গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন বিহারের সীতামারির বাসিন্দা বছর পঞ্চান্নর সুমিত্রাদেবী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মেলার মেডিক্যাল ক্যাম্পে। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা সুমিত্রাদেবীকে অবিলম্বে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন। তৈরি ছিল মেলার এয়ার অ্যাম্বুল্যান্স।
আরও পড়ুন-বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের
সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সাহায্যে সুমিত্রাদেবীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়। কলকাতায় এনে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর ও মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে গত কয়েক বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা। মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দিয়েছে প্রশাসন। পুণ্যার্থীদের জন্য ২,২৫০ সরকারি বাস ও ৫০০ বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সাহায্য করতে সব বাসে রয়েছেন সাগরবন্ধুরা। এছাড়াও ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে। সেই এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবাকে কাজে লাগিয়েই প্রাণ বাঁচানো গেল এক রোগীর। মেলা শুরুর আগেই গোটা প্রস্তুতি দেখে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।