বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদ! কৈলাসের নেতৃত্বে গর্জে উঠলেন বালিবাসী

Must read

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবার প্রতিবাদে শামিল হলেন বালির বাসিন্দারা। শনিবার বিকেলে এর প্রতিবাদে যুবনেতা কৈলাস মিশ্রের (Kailash Mishra) নেতৃত্বে বালির তৃণমূল কর্মীরা মহামিছিল করলেন। বালিখাল থেকে শুরু হয়ে বাদামতলা পেট্রোল পাম্পের কাছে এসে শেষ হয় বিশাল ওই মিছিল।

আরও পড়ুন- নন্দীগ্রামে তৃণমূলে যোগ ১০ বিজেপি নেতা-কর্মীর

হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রের (Kailash Mishra) সঙ্গে মিছিলে ছিলেন বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূলের নেতা ভাস্করগোপাল চট্টোপাধ্যায়, বালি কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ, তফজিল আহমেদ, সুবীর রাউত-সহ দলের আরও অনেকে। যুবনেতা কৈলাস বলেন, ‘বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া প্রতিবাদ-আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে সাড়া দেশে। তাঁকে আটকাতে পারবে না বিজেপি। ওদের এই ষড়যন্ত্রের জবাব দেবেন মানুষ।’ উপচে পড়া এই মহামিছিল থেকে একুশে জুলাইয়ের সমাবেশেরও প্রচার চালান কৈলাসরা।

Latest article