সংবাদদাতা, কোচবিহার : বিজেপির ভ্রান্তনীতির জবাব দেবে মানুষ। বাংলার মানুষ তাদের মেনে নেবে না। মঙ্গলবার কোচবিহারের পাতলাখাওয়ায় এভাবেই গর্জে উঠল বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পাতলাখাওয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল পরিক্রমার পর মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের পাতলাখাওয়া অঞ্চল পার্টি অফিস সংলগ্ন মাঠে প্রতিবাদ সভা হয়। ছিলেন কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকার, কোচবিহার ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস রায়, অর্জন দাস সহ কোচবিহার ২ ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা।
আরও পড়ুন-রাম-বাম চক্রান্ত করে হাত মিলিয়েছে বাংলায়
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লকের সভাপতি সজল সরকার বলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ২০১৯ সালে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন নিশীথ প্রামাণিক। ৪ বছর কেটে গেলেও তাঁর দেখা মেলেনি। ৪ বছর পর মঙ্গলবার তাঁকে দেখতে পাওয়া গেল আলিপুরদুয়ার আদালতে। আলিপুরদুয়ার আদালতে তিনি কী করতে গিয়েছিলেন? সেখানে গিয়েছিলেন সোনার দোকানের চুরির মামলায় হাজিরা দিতে। তাঁকে আর কেউ বিশ্বাস করে না। পরপর বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে বাংলায় তারা কলকে পাবে না। কোচবিহার থেকে বিদায় দেবে সাধারণ মানুষ।