সংবাদদাতা, বর্ধমান : কৃষি ও শিল্পের সহাবস্থান। পূর্ব বর্ধমানে কৃষকসেতুর পাশ দিয়ে যাবে ‘শিল্পসেতু’। ২৪৬ কোটি টাকায় এটি গড়ে উঠবে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক (৭)-এর উপর। বৃহস্পতিবার রাজ্য বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। বাজেটে সে জন্য ২৪৬ কোটি টাকা বরাদ্দও করেছেন। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা চার লেনের করা হবে। সেই মতো দুই লেনের কৃষকসেতুর পূর্ব দিকে আরও একটি দুই লেনের সেতু গড়া হবে। নতুন সেতুটি সংযোগকারী রাস্তা ধরে ১২০০ মিটার লম্বা হবে। কৃষকসেতুর আগে ইডেন ক্যানালের পাশে প্রথমে ৮০ মিটার লম্বা দুই লেনের সেতু তৈরি হবে। পরে পুরনো সেতু ভেঙে নতুন করে সেতু হবে। সেতু ও রাস্তা জুড়ে থাকবে আলো।
আরও পড়ুন-ট্রেকিং করতে গিয়ে মৃত পর্যটক, বরফের মাঝে দেহ পাহারা দিল পোষ্য
দক্ষিণবঙ্গের অন্যতম ব্যস্ত রাস্তা বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক। এটি বর্ধমানের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগকারী। এ ছাড়াও বর্ধমান শহরের সঙ্গে রায়না, মাধবডিহি, খণ্ডঘোষ ও জামালপুরের একাংশের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম। সেখানেই দামোদরের উপর ১৯৭৮ সালে ‘কৃষকসেতু’ চালু হয়। সেই সেতুর বয়স ৪৫ বছর। তাই পাশে নতুন সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রায়নার বিধায়ক শম্পা ধাড়া বলেন, আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের খবর। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেটাতে চলেছেন মুখ্যমন্ত্রী। আমি নিজেও বিধানসভায় দাবি করেছি। এতে যানবাহনের গতি বাড়বে, যানজটের সমস্যা কমবে। রাস্তার দু’ধারে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠবে। বদলে যাবে আর্থ-সামাজিক কাঠামো। জেলাপরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, মূল শহরের সঙ্গে সমগ্র দক্ষিণ দামোদর, বাঁকুড়া, আরামবাগের যোগাযোগ মসৃণ হবে।