প্রতিবেদন: বিজেপির ‘সুশাসন’-এর নমুনায় হাঁসফাঁস অবস্থা ভারতের আমজনতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে হতাশ সাধারণ নাগরিকরা। ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার পরিচালিত ফেব্রুয়ারি ২০২৫-এর ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় অর্থনৈতিক দুর্দশার এই চিত্রই উঠে এসেছে।
আরও পড়ুন-মাল পুরসভার নয়া চেয়ারম্যানের শপথ
সমীক্ষা অনুযায়ী, তিন-চতুর্থাংশের বেশি অংশগ্রহণকারীই মনে করেন যে দেশের বেকারত্বের পরিস্থিতি হয় খুব গুরুতর (৫৫%) অথবা কিছুটা গুরুতর (২১%)। কর্মসংস্থানের সার্বিক আকাল সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দেশের মাত্র ৫% মানুষের মতে, এই পরিস্থিতি গুরুতর নয়। যদিও বিভিন্ন সংস্থায় অত্যাধুনিক প্রযুক্তি আর কৃত্রিম মেধার প্রয়োগ মানবসম্পদের ব্যবহার কমিয়ে আনছে এবং বেকারত্ব বাড়ছে; এটাই বাস্তব পরিস্থিতি। সমীক্ষায় উঠে এসেছে, অঞ্চলভিত্তিক হিসাবে উত্তর-পূর্ব ভারতে ৬৪% এবং পূর্ব ভারতে ৬০% মানুষ বেকারত্বকে খুব গুরুতর সমস্যা হিসেবে দেখছেন। তবে দক্ষিণ ভারতে এই হার ৪৮%। গত ১১ বছরে মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কী?—এই প্রশ্নের উত্তরে ২১% মানুষই বলেছেন বেকারত্ব ও মূল্যস্ফীতি। অন্য একটি প্রশ্নে, ভারতের সর্ববৃহৎ সমস্যা কী জানতে চাইলে ২৪% বলেছেন বেকারত্ব, এবং ১৭% বলেছেন মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি। দেশের অর্থনীতি আগামী ছয় মাসে আরও খারাপ হবে অথবা একই থাকবে, এমন মনে করেন ৫৭% মানুষ। মাত্র ৩৪% আশাবাদী যে অর্থনীতি উন্নত হবে। গত বছরের তুলনায় দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে মনে করেন ৬৪% মানুষ। এক্ষেত্রে ২৭% বলেছেন যে খরচ বেড়েছে কিন্তু এখনও তা সামলানো সম্ভব। নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে ৭০% মানুষ মনে করেন বর্তমান ব্যয়বৃদ্ধির মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ৮২% মানুষ মনে করেন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম (সর্বজনীন মৌলিক আয়) প্রকল্প চালু করা উচিত আমজনতার দুর্দশার সুরাহা করতে। মাত্র ১৪% এই ধারণার বিপক্ষে। মোদি সরকারের অর্থনৈতিক নীতিগুলি বড় ব্যবসায়ীদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন ৫১% উত্তরদাতা। কেবল ৯% বলেছেন যে বেতনভোগীরা উপকৃত হয়েছেন, আর ৬% মনে করেন দৈনিক মজুরির শ্রমিকরা লাভবান হয়েছেন। পরিবারের আয় বা বেতন আগামী ছয় মাসে খারাপ হবে অথবা একই থাকবে বলে মনে করেন ৬৫% অংশগ্রহণকারী। মাত্র ২৭% আশাবাদী যে এটি উন্নত হবে।
আরও পড়ুন-১৪ লক্ষ আবেদন ধামাচাপা কেন্দ্রের
আগের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষাগুলির ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতি রেখেই ৪৫% উত্তরদাতা মনে করেন যে মোদি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে (ইডি, সিবিআই, আয়কর বিভাগ) অন্য যে কোনও সরকারের তুলনায় বেশি অপব্যবহার করছে। এছাড়া প্রশ্ন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগের পরও কি মোদি সরকার বিতর্কিত আদানি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে? এর জবাবে ৪৯% উত্তরদাতা একমত হয়েছেন যে বিজেপি সরকারের স্পষ্ট পক্ষপাত বহু অভিযোগে বিদ্ধ আদানিদের দিকেই।