দলনেত্রীকে প্রধানমন্ত্রিত্বে চাইল জনতা

যোগ্যতর নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের সবক’টিতে জিততে হবে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : আওয়াজ উঠল আমজনতার মধ্য থেকে। আওয়াজ তুললেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সমীর চক্রবর্তী। সোমবার পুরুলিয়া জেলার কুশটাঁড় হাটতলা ময়দানে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক জনসভায় সমীর বুঝিয়ে দিলেন, কেন সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়। তথ্য পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। যোগ্যতর নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের সবক’টিতে জিততে হবে।

আরও পড়ুন-বিজেপিতে ফের ধাক্কা দল ছাড়লেন কাঞ্চনা

সভায় এদিন ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত, অন্যতম নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিংহ দেও, হলধর মাহাত, কাঞ্চন দিগার প্রমুখ। বিধায়ক বলেন, এখানে রাম-বাম কংগ্রেস মিলেমিশে মিথ্যাচার করে চলেছে। বলেন, তিন দলকেই জিজ্ঞাসা করুন, কোন দলের বিপক্ষে লড়াই। ওরা বলবে তৃণমূল। উন্নয়নের কথা বলে তৃণমূলের মোকাবিলা করা যাবে না। তাই ওরা শুধুই কুৎসা করে চলে। যে কুৎসার জবাব মানুষ পঞ্চায়েত ভোটেই দেবেন।

Latest article