নয়াদিল্লি : সাড়া দেশে তোলপাড় ফেলে দেওয়া পেগাসাস আড়িকাণ্ডের তদন্তভার তাঁর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটিকেই দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ স্তরের রাজনৈতিক নেতা, সমাজকর্মী, বিচারপতি, সাংবাদিক-সহ নানা পেশার বিশিষ্টদের ফোনে ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। শীর্ষ আদালতের মামলায় কোনও সদুত্তরই দিতে পারেনি মোদি সরকার। আর এবার এই স্পর্শকাতর ইস্যুতে তদন্ত চালাবেন তিনি। রাজু ভারদারাজুলু রবীন্দ্রন। সুপ্রিম কোর্টের এই অবসরপ্রাপ্ত বিচারপতির উপরেই সিটের দায়িত্ব দিয়েছে আদালত।
আরও পড়ুন-রাষ্ট্রের নজরদারি নিয়ে বার্তা কোর্টের
পেগাসাস আড়িকাণ্ডের তদন্তকারী কমিটির প্রধান হিসেবে জটিল ও অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর কাঁধে।
দীর্ঘ কর্মজীবনের শুরুতে ১৯৬৮ সালের মার্চে নথিভুক্ত আইনজীবী হিসেবে আদালতে প্রথম কাজ শুরু করেন আর ভি রবীন্দ্রন। ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে কর্নাটক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি। ২০০৪ সালের জুলাইতে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন রবীন্দ্রন। ২০১১ সালে শীর্ষ আদালত থেকে অবসর নেওয়ার পরও নানা কাজে ব্যস্ত এই প্রবীণ অবসরপ্রাপ্ত বিচারপতি। এবার পেগাসাস কমিটির প্রধান হিসেবে মহাদায়িত্ব সামলাবেন। মজার ব্যাপার, উজ্জ্বল কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বিচারপতি আর ভি রবীন্দ্রন নিজে একসময় প্রথম বর্ষের আইন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। মজা করে নিজের মুখেই বলেন সেকথা।