কিশোরীর শ্বাসনালি থেকে বের হল পিন

শ্বাসনালিতে আটকে গিয়েছিল পিন! জটিল অস্ত্রোপচার করে কিশোরীর জীবন ফেরাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।

Must read

প্রতিবেদন : শ্বাসনালিতে আটকে গিয়েছিল পিন! জটিল অস্ত্রোপচার করে কিশোরীর জীবন ফেরাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। ফের নজির সরকারি হাসপাতালের। জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা ১৬ বছরের স্নেহা আফরাজ। হজমি খেতে গিয়ে হাতে থাকা হিজাবের পিন সরাসরি চলে যায় মুখে। গিলে ফেলে কিশোরী। ওই পিন আটকে যায় শ্বাসনালিতে।

আরও পড়ুন-হুগলি পুলিশের উদ্যোগ, অনলাইনে বিনা খরচে স্পোকেন ইংলিশ ক্লাস

কিশোরীকে তড়িঘড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার স্নেহাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা শুরু হয়। হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগের চিকিৎসক রাধেশ্যাম মাহাতো, সৌমিক দাস, মণিদীপা সরকার, সৌমেন্দু ভৌমিক, অজিতাভ সরকার ও তপোব্রত পাল ছিলেন টিমে। অস্ত্রোপচার করে স্নেহার শ্বাসনালি থেকে বের করা হয় পিন। বর্তমানে সুস্থ রয়েছে স্নেহা। কিশোরীর বাবা সাহিদা আলি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।

Latest article