প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান দিয়েই শুরু হল রাজডাঙা পিঠে-পুলি উৎসব। কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে রবিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতেই কসবা-রাজডাঙায় পিঠে-পুলি উৎসবের উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, কাউন্সিলর সুশান্ত ঘোষ-সহ অন্যরা। উৎসবের আয়োজক সুশান্তর প্রশংসায় সুব্রত বক্সি বলেন, এই উৎসবের অন্যতম আয়োজক কাউন্সিলর সুশান্ত ঘোষ। মানুষের যেকোনও সুবিধা-অসুবিধায় এগিয়ে আসে ও। আজ স্বামীজির জন্মদিনেই এই উৎসব শুরু হল। আর উল্লেখযোগ্য হল, আজ সুশান্তরও জন্মদিন।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন উৎসবের সূচনাতেই বসে শিল্পীদের চাঁদের হাট। সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান ‘আমার আড়ালে আমার আবডালে’ গানেই শুরু হল উৎসব। এদিনের অনুষ্ঠানে এলাকার উদীয়মান শিশু খেলোয়াড়দেরও সংবর্ধনা জানানো হয়