প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার চক্রান্ত করে যোগ্য প্রার্থীদের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কোনও লাভ হল না। এদের আবেদনে আমল দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই কথা বলেন রাজ্যের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্টে দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে তারা ৭, ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেবে না।
আরও পড়ুন-রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীতে আদালতের ‘না’, মুখ পুড়ল গদ্দারের
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে। প্রয়োজনে সারা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার্থীদের নিজেদের তৈরি করতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় কুমারের। একইসঙ্গে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যােপাধ্যায়কে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে সাতদিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কল্যাণ বন্দ্যােপাধ্যায় আদালতকে জানিয়েছেন এই নির্দেশ পালন করা হবে। শুনানির পর তিনি বলেন, কিছু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাওয়ার পরেও সুপ্রিম কোর্টে আবেদন করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। তাদের সেই চক্রান্ত ব্যর্থ হল।