আদানির স্পনসরশিপ প্রতিবাদে পুরস্কারই ফিরিয়ে দিলেন কবি

এক ইংরেজি দৈনিকের বিচারে এবারের সাহিত্য সম্মান অনুষ্ঠানে এই তামিল সাহিত্যিককে সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল।

Must read

প্রতিবেদন : রাজনীতির ময়দান থেকে এবার সংস্কৃতি জগৎ। আদানি ইস্যুতে প্রতিবাদ জানিয়ে শিরোনামে তামিলনাড়ুর কবি সুকিরথারানি। আদানি গোষ্ঠীর টাকায় পুরস্কারের আয়োজন বলে সেই সম্মান সরাসরি প্রত্যাখ্যান করলেন এই প্রতিবাদী সাহিত্যিক।

আরও পড়ুন-চাপে পড়ে দূরত্ব? লখনউয়ে শিল্প সম্মেলন, মোদির পাশে নেই আদানি

দেশের একের পর এক সম্পদ আদানি গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে মোদি সরকার। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির হাতে ভারতের একাধিক এয়ারপোর্ট, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, জাতীয় সড়ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো তুলে দিয়েছে কেন্দ্র। বিজেপি জমানায় ফুলে-ফেঁপে ওঠা সেই আদানি গোষ্ঠীর বিপুল শেয়ার জালিয়াতি ফাঁস করে দিয়েছে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এরপরই দেশে-বিদেশে মুখ থুবড়ে পড়েছে আদানিদের বিশ্বাসযোগ্যতা ও শেয়ারমূল্য। মোদি-ঘনিষ্ঠ শিল্পপতিকে বাঁচাতে একদিকে যখন কেন্দ্রের শীর্ষস্তরে চূড়ান্ত তৎপরতা, তখন বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে দাবি করছে জেপিসি গঠন ও সুপ্রিম কোর্টের তত্ত্ববধানে উচ্চপর্যায়ের তদন্ত।

আরও পড়ুন-বিনিয়োগকারীদের সুরক্ষা দেখুক সেবি, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিরোধীদের সম্পর্কে যে কোনও ছুতোয় অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সিগুলি মাঠে নামলেও আদানিদের আর্থিক জালিয়াতি নিয়ে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নেই। বিষয়টি এবার শুধু বিজেপি বনাম বিরোধী রাজনৈতিক দলগুলির তরজাতেই সীমাবদ্ধ রইল না, আদানি ইস্যুতে পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানালেন তামিলনাড়ুর জনপ্রিয় কবি-গল্পকার সুকিরথারানি। এক ইংরেজি দৈনিকের বিচারে এবারের সাহিত্য সম্মান অনুষ্ঠানে এই তামিল সাহিত্যিককে সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের অন্যতম সেরা সাহিত্যিক সুকিরথারানিকে পুরস্কৃত করার কথা ছিল। কিন্তু জনপ্রিয় লেখিকা অনুষ্ঠান মঞ্চেই হাজির হননি। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়েদেন, আদানি গোষ্ঠী এই সাহিত্য সম্মান অনুষ্ঠান স্পনসর করছে। ফলে তাঁর পক্ষে এই সম্মান গ্রহণ করা সম্ভব নয়। লেখিকা স্পষ্ট করে দেন, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। তাদের কাজকর্মে দেশের অসংখ্য সাধারণ মানুষের আমানত চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এমন সংস্থাই সাহিত্য সম্মান অনুষ্ঠানের যাবতীয় ব্যয়বহুল করছে জানার পর তাঁর পক্ষে আর এই পুরস্কার নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন-সীমান্ত বাণিজ্যের প্রসারে বৈঠক

লেখিকা সুকিরথারানি বলেন, আমার বিবেকই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। লেখালিখির মাধ্যমেই আমি আজ এত দূরে এসেছি, খ্যাতি অর্জন করেছি, মানুষের ভালবাসা পেয়েছি। তাই আদানিদের টাকায় পুরস্কার নিলে সেটা আমার নীতিবিরোধী হবে।

Latest article