‘পাশে আছি’, ‘নবান্ন অভিযান’ এর দিন পরীক্ষার্থীদের সাহায্যের আশ্বাস পুলিশের

কিন্তু ওই দিন ইউজিসি নেট পরীক্ষা আছে। নেট পরীক্ষার্থীদের সুষ্ঠভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ পুলিশ।

Must read

আর জি করের ঘটনাকে কেন্দ্র করে আগামী ২৭ অগস্ট ছাত্ররা ‘নবান্ন অভিযান’-(Nabanna Abhijan) এর ডাক দিয়েছেন। কিন্তু ওই দিন ইউজিসি নেট পরীক্ষা আছে। নেট পরীক্ষার্থীদের সুষ্ঠভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ পুলিশ। সকলের সুরক্ষা নিশ্চিত করতে রীতিমত তৎপর পুলিশ। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিল পুলিশ প্রশাসন। গত ১৮ জুন ইউজিসি নেট পরীক্ষা হয়। কিন্তু, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই পরীক্ষা বাতিল করা হয়। তুন করে ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার কথা বলা হয়। জন্মাষ্টমী উপলক্ষে ২৬ অগস্টের পরিবর্তে ২৭ অগস্ট নেট পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়। কিন্তু সেই দিন ‘নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই দিন পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। তাই এবার তাদের পাশে থাকতে তৎপর পুলিশ প্রশাসন।

আরও পড়ুন-কাপলিং খুলে বড় বিপত্তির মুখে কিষাণ এক্সপ্রেস

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়, ”পাশে আছি আগামী ২৭ আগস্ট UGC-র NET পরীক্ষা রয়েছে, যাতে বহুসংখ্যক ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে সকাল ৯:৩০ থেকে ১২:৩০, এবং বিকেল ৩ টে থেকে ৬ টা। ঘটনাচক্রে, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক একটি গোষ্ঠী ওই ২৭ তারিখই ‘নবান্ন’অভিযান’-এর ডাক দিয়েছে। আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অসংখ্য NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনওরকম অসুবিধেয় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন।”

 

Latest article