প্রতিবাদীদের লাঠিপেটা করল পুলিশ

বুধবার বিপিএসসি দফতর ঘেরাও করলে বিহার পুলিশ আন্দোলনকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। মহিলারাও বাদ পড়েনি পুলিশের লাঠির-বাড়ি থেকে।

Must read

প্রতিবেদন: বাংলায় প্রতিবাদীদের দাবি শুনতে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের সঙ্গে বৈঠক করেন, সেখানে বিজেপির জোটসঙ্গী পরিচালিত বিহারে প্রতিবাদ করলে মেলে পুলিশের লাঠি। প্রায় এক সপ্তাহ ধরে বিহার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিপিএসসি দফতর ঘেরাও করলে বিহার পুলিশ আন্দোলনকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। মহিলারাও বাদ পড়েনি পুলিশের লাঠির-বাড়ি থেকে।

আরও পড়ুন-দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক কেজরিওয়াল

বিপিএসসির ৭০তম পরীক্ষায় একটি কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। বিগত কয়েকদিন ধরে তাদের মধ্যে অনেকেই পাটনায় অনশন করছিলেন। কিন্তু তাতে হুঁশ ফেরেনি নীতিশ কুমার প্রশাসনের। তাঁদের দাবি ছিল গোটা পরীক্ষাটি বাতিল করে আবার নিতে হবে। এরপরই বুধবার তারা বিপিএসসি দফতর ঘেরাও করার পরিকল্পনা নেন। ঘেরাও করতে গেলে প্রথমেই বিহার পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দফতরের বাইরেই বহু চাকরিপ্রার্থী বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই বিহার পুলিশ লাঠি হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরাধীর মতো মারতে মারতে তাদের এলাকা ছাড়া করা হয়। বিপিএসসি কর্তৃপক্ষ জানিয়ে দেয় প্রশ্নফাঁসের কোনও অভিযোগেই পরীক্ষা বাতিল হবে না। যদিও কোনও কারণ না দেখিয়েই একটি কেন্দ্রের পরীক্ষা বাতিল ঘোষণাও করা হয়। এই কেন্দ্রেই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল।

Latest article