স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে অভিযোগ ওড়াল পুলিশ

Must read

প্রতিবেদন : বিষ্ণুপুরের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে যাবতীয় অভিযোগ ওড়াল বাঁকুড়া পুলিশ (Bankura Police)। বুধবার তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। বাঁকুড়া পুলিশ জানিয়েছে, ৩৭-বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের স্ট্রংরুমে থাকা ইভিএম এবং সিসিটিভির কারচুপি নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। ওই স্ট্রংরুমের ইভিএম ও সিসিটিভি নিয়ে গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিয়ো পোস্ট করা হচ্ছে তা বাস্তবিকই ভুল এবং বিভ্রান্তিকর। বিষ্ণুপুর পিসির স্ট্রংরুম জাতীয় ইলেকশন কমিশনের প্রোটোকল অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। পুলিশ জানিয়েছে, একটি ভিডিওতে স্ট্রংরুম চত্বরে পুলিশ অফিসারদের দেখানো হচ্ছে তা কর্তৃব্যরত সিএপিএফ কর্মীদের উপস্থিতিতে সিনিয়র অফিসাররা যখন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছিলেন তখনকার। এই ধরনের পরিদর্শন কমিশনের প্রোটোকল অনুযায়ী বাধ্যতামূলকভাবে সিএপিএফ-এর লগবুকে অন্তর্ভূক্ত করা হয়। স্ট্রং রুমের দরজা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে সিল করা আছে, এবং তা প্রার্থীদের উপস্থিতিতেই করা হয়েছিল। স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরাগুলি নির্দিষ্ট জায়গাতেই রয়েছে।
স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরাগুলির কোনও জায়গা পরিবর্তন বা সারনো হয়নি। ওই কেন্দ্রের সব প্রার্থী গত ২৭ মে সন্ধ্যায় রিটার্নিং অফিসারের সঙ্গে স্ট্রংরুম পরিদর্শন করে তার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানিয়েছে বাঁকুড়া পুলিশ (Bankura Police)।

আরও পড়ুন-প্রত্যেকটা চোটের জবাব দিতে হবে ১ জুনের ভোটে

Latest article