পুলিশকে অ্যাক্টিভ হতে হবে, চোখ-কান খোলা রেখে কাজের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Must read

বগটুইয়ের ঘটনায় পুলিশের (Police) গাফিলতিতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বুধবার, নবান্নে জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বীরভূমের পুলিশ সুপারকে এই বিষয় নিয়ে ভর্ৎসনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, পুলিশের (Police) গাফিলতির দায় সরকার কেন নেবে? তিনি স্পষ্ট জানান, “বগটুইয়ের ঘটনার জন্য আমরা মর্মাহত, পুলিশের জন্য সরকারের মুখ পুড়েছে।“ ডিএসপি যদি ঘটনাস্থলে যেতেন তাহলে রামপুরহাটের ঘটনা ঘটত না- মন্তব্য মমতার।

আরও পড়ুন: বাংলার পাটশিল্প ধ্বংসের পথে, প্রতিবাদ সভার আয়োজন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের

রামপুরহাটের মৃতদের পরিবারের একজনকে চাকরি ও অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সাহায্যকে অনেক ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছে। এর তীব্র প্রতিবাদ করে মুখমন্ত্রী বলেন, “এটা গোপনে দেওয়া হয়নি, যে এটাকে ‘ঘুষ’ বলে হবে। আমার থেকে চাকরি দিয়েছি।“ তিনি বলেন, উন্নাও-হাথরাসের মতো ঘটনায় পাশে দাঁড়ায়নি যোগী সরকার, কিন্তু বাংলা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে।

তবে, পুলিশের প্রতি সাফ বার্তা মুখ্যমন্ত্রীর- পুলিশের কাজের জন্য যেন সরকারকে অপদস্ত না হতে হয়। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। চোখ, কান খোলা রেখে কাজের পরামর্শ দেন মমতা। বসে থেকে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থানায় পরিদর্শন করতে হবে।  শুধু গাড়ি করে ঘুরলে চলবে না, হাঁটতে হবে। এদিনের বৈঠক থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে নির্দেশ দেন মমতা।

আরও পড়ুন: তীব্র তাপপপ্রবাহের জেরে ২ মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি: মুখ্যমন্ত্রী

Latest article