ইমরানকে গ্রেফতার করতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

Must read

প্রতিবেদন : শেষ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাগাল পেল না পাকিস্তান পুলিশ (Imran Khan- Pakistan Police)। তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে এসে খালি হাতেই ফিরতে হল ইসলামাবাদ পুলিশকে। ইমরানের গ্রেফতারি নিয়ে সকাল থেকে শুরু হওয়া নাটকীয় পরিস্থিতির মোড় আচমকাই ঘুরে যায় বিকেলের দিকে। ইমরানের (Imran Khan- Pakistan Police) বাড়িতে পৌঁছে পুলিশ কর্তারা জানান, বাড়ি ভিতর নাকি ইমরানকে খুঁজে পাওয়া যায়নি৷ ইমরানের বাড়িতে পুলিশ গিয়েছে, এই খবর চাউর হতেই লাহোর-সহ গোটা পাকিস্তানে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন ক্রিকেটারের বাড়ির সামনে ভিড় করেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কর্মী সমর্থকরা। পিটিআই সমর্থকরা স্লোগান দিচ্ছেন, আগে আমাদের ধরো। তার পর নেতাকে ধরবে। এই টানটান উত্তেজনার মধ্যে ইমরান ট্যুইট করেন, কূট জোচ্চোদের হাতে দেশের শাসনভার তুলে দিলে দেশের ভবিষ্যৎ আর কী হতে পারে! এ ভাবেই একটা দেশে অরাজকতা তৈরি হয়।

আরও পড়ুন: চিনা আগ্রাসন নিয়ে মোদি নীরব কেন, প্রশ্ন জহরের

পরে আরও একটি ট্যুইটে ইমরান তাঁর উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কড়া ভাষায় আক্রমণ করেন। শাহবাজের নাম না করে তাঁকে এসএস বলে উল্লেখ করেন। তিনি ট্যুইট করেন, এসএস-কে যখন একটি ৮০০ কোটি টাকার তহবিল তছরুপ এবং ১৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া চলছিল, সে সময় তাঁকে দেশের প্রধানমন্ত্রীর পদে বসান সেনাপ্রধান জেনারেল বাজওয়া। তারপর নিজের পিঠ বাঁচাতে ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে তদন্তকারী প্রধানদের সরিয়ে ফেলেছেন এসএস। তবে নিজের গ্রেফতারি কোনও কথা বলেননি তিনি। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময় সরকারি সফরে পাওয়া উপহার সামগ্রী হাতিয়ে নিয়েছেন ইমরান। সেই মামলার শুনানি চলছে। কিন্তু সেই শুনানিতে সশরীরে হাজিরা দেননি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী। এর জেরেই তাঁর গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।

Latest article