চুরি যাওয়া শিশুকে ফিরিয়ে দিল পুলিশ

পুলিশের কাছে অভিযোগও জানানো হয়। কিন্তু সেইসময় শিশুটিকে খুঁজে দিতে ব্যর্থ হয় পুলিশ। ঘটনার পর কেটে গেছে প্রায় ৬ বছর।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার :‌ ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। আড়াই বছর বয়সে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে পুলিশ উদ্ধার করল ছ’‌বছর পর। দক্ষিন ২৪ পরগনার রামনগর থানার শিমলা গ্রামের বাসিন্দা সৈয়দা আসমুদা বেগম ২০১৬ সালের ২৬ অক্টোবর আড়াই বছরের ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ডাক্তার দেখাতে যান। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন। পরে সেই মহিলা শিশুসন্তানকে নিয়ে চম্পট দেয়।

আরও পড়ুন-দিঘায় এবার বিদেশের আদলে হবে সমুদ্রের নিচে পার্ক

পুলিশের কাছে অভিযোগও জানানো হয়। কিন্তু সেইসময় শিশুটিকে খুঁজে দিতে ব্যর্থ হয় পুলিশ। ঘটনার পর কেটে গেছে প্রায় ৬ বছর। অবশেষে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎপরতায় পাচার হওয়া শিশুসন্তানকে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে চুরি হওয়ার পর শিশুটি একাধিক হাত ফেরত হয়ে চড়া দামে বিক্রি হয়েছে। সম্প্রতি শিশুটির পরিবার জানতে পারে, হাওড়ার সাঁকরাইলে রয়েছে তাদের চুরি যাওয়া ছেলে। এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া নাবালককে উদ্ধার করে। এই ঘটনায় শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest article