কৃষ্ণনগর দিয়েই শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফর

৯ তারিখ সেখানে রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ১০ তারিখ রানাঘাটের হবিবপুরে নদিয়া জেলাতে রয়েছে প্রশাসনিক বৈঠক।

Must read

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে নিজেদের কর্মসূচি নিয়ে ব্যস্ত। কৃষ্ণনগর দিয়েই শুরু হতে চলেছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফর।

আরও পড়ুন-ডেঙ্গি আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী, ভর্তি আছেন হাসপাতালে

আগামী বুধবার, ৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে জনসভা করবেন। সেই সভায় মমতা বন্দোপাধ্যায় কী বলতে চলেছেন সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বেশ কয়েক মাস ধরেই বিরোধীরা নানা ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুলে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি।

আরও পড়ুন-কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া, কাপুর পরিবারে খুশির আমেজ

সূত্রের খবর আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগর যাবেন তিনি। ৯ তারিখ সেখানে রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ১০ তারিখ রানাঘাটের হবিবপুরে নদিয়া জেলাতে রয়েছে প্রশাসনিক বৈঠক। তারপর ফিরবেন কলকাতায়। ৯ তারিখ রাজনৈতিক জনসভাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই। মঞ্চ থেকে এই মুহূর্তে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে নিজের বার্তা রাখবেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহল মনে করছেন পঞ্চায়েত ভোটে কর্মীদের উদ্বুদ্ধ করার বার্তায় দেওয়া হবে এদিন। অন্যদিকে প্রশাসনিক সুবিধার জন্য, নদিয়া জেলা দু’টি ভাগে বিভক্ত হওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরকে সদর করে একটি অংশ হবে নদিয়া উত্তর ও অপরটি নদিয়া দক্ষিণ। সেই কাজ নিয়ে কথা বলবেন বলেও মনে করা হচ্ছে।

মঙ্গলবার, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে (Helicopter) কৃষ্ণনগর (Krishnanagar) স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ বুধবার সেখানে রাজনৈতিক জনসভা করবেন তৃণমূল (TMC) সুপ্রিমো। ১০ তারিখ রানাঘাটের হবিবপুরে নদিয়া (Nadia) জেলার প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় তিনি। তৃণমূলের ডাকে ৯ তারিখ রাজনৈতিক জনসভা অত্য ন্ত তাৎপর্যপূর্ণ। ওই মঞ্চ থেকে নদিয়াবাসীর জন্য তৃণমূল নেত্রী কী বার্তার দেন নজর সকলের।

Latest article