সংবাদদাতা, হাওড়া : ‘‘জীবনদায়ী ওষুধ ও পেট্রোপণ্যের দাম বাড়িয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের আগে পেট্রোপণ্যের দাম অল্প কমিয়ে মানুষকে ভাঁওতা দিয়েছিল বিজেপি। ভোট মিটতেই আবার পেট্রোপণ্যের অস্বাভাবিক দাম বাড়িয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বিজেপি।’’
আরও পড়ুন-অর্জুন বাহিনীর দৌরাত্ম্য
মঙ্গলবার বিকেলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মধ্য হাওড়া যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। ভিড়ে ঠাসা ওই প্রতিবাদ সভায় মন্ত্রী অরূপ রায় ছাড়াও মধ্য হাওড়া তৃণমূলের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ ও আইএফএ’র ভাইস প্রেসিডেন্ট শ্যামল মিত্র, তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-প্রতিবাদে সরব ছাত্র-যুবরা
সভায় সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, সোমবার বিজেপির বিধায়করা বিধানসভায় যে কাণ্ড ঘটিয়েছে তাতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। ওদের আচরণ শালীনতার কোনও মাত্রা রাখেনি। কেন্দ্রের বিজেপি সরকার মানুষের ওপর বুলডোজার চালাচ্ছে। রাজ্যে বিজেপি, কংগ্রেস ও বামেরা একসঙ্গে চক্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা মানুষকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছি। রাজ্যের কোটি কোটি মানুষ মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে পরাস্ত করে কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হবেই। তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। লোকসভা ভোটে বিজেপির সমস্ত অপচেষ্টা ব্যর্থ হবে। যোগ্য জবাব পেয়ে যাবে ওরা।