সংবাদদাতা, দুর্গাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের (central government) কাছে ১০০ দিনের কাজের টাকার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম (এমজিএনআরইজিএস)’ প্রকল্পের প্রায় ৬০০০ কোটি টাকা বকেয়া রাখা হয়েছে বলে দুর্গাপুরে এসে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-হেঁটে রুপো জয় আশি ছুঁই-ছুঁই অণিমার
গত ডিসেম্বর থেকে মে মাস, ১০০ দিনের কাজের পুরো টাকাই কেন্দ্রের কাছে পাওনা। এই ধরনের প্রকল্পে যাঁরা কাজ করেন, তাঁদের টাকা কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে হয়। রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় বহু জেলায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। ফলে বেশ কিছুদিন ধরে গ্রামীণ উন্নয়ন স্তব্ধ। দরিদ্র মানুষের স্বার্থে সমস্ত ব্লকের পাশাপাশি গ্রামপঞ্চায়েত স্তরেও দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মন্দিরের উন্নয়ন মুখ্যমন্ত্রীর হাতেই, দাবি জ্যোতিপ্রিয়র
এই আন্দোলনকে সফল করতেই দুর্গাপুর সিটি সেন্টারের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়, অভিজিৎ ঘটক, অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। ৫ ও ৬ তারিখ রাজ্যের প্রতিটি জায়গায় মিছিল সফল করতেই এ দিনের বৈঠক। দু’দিনের এই আন্দোলন কর্মসূচি সফল করতে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে জেলা নেতৃত্ব।