প্রতিবেদন: দেশে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ হয়েছে সোমবার। শুক্রবার সেই নির্বাচনের ভোটের হার ও ভোটার সংখ্যা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (election commission)। এর আগে প্রত্যেক দফায় সমালোচনার মুখে পড়া কমিশন এবার সম্পূর্ণ তালিকা প্রকাশের আগে একাধিক তালিকা প্রকাশের দিকে যায়নি। তবে এই দফায় গোটা দেশে সামগ্রিকভাবে ভোটের হার বেড়েছে। সেই সঙ্গে বাংলার ভোটের হার চতুর্থ দফায় ফের ৮০ শতাংশ ছুঁল। অবশ্য সার্বিকভাবে ভোটের হারে প্রথম স্থানে রয়েছে অসম।
আরও পড়ুন-দুই ভারতীয় মশলায় নিষেধাজ্ঞা নেপালে, এভারেস্ট ও এমডিএইচ সংস্থার পণ্য
গোটা দেশে চতুর্থ দফায় মোট ভোটের হার ৬৯.১৬ শতাংশ, যা তৃতীয় দফার থেকে অনেকটা বেশি। তৃতীয় দফার ভোটের হার ছিল ৬৫.৬৮ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে অসমে, ৮০.৬৬ শতাংশ। ভোটের হারের নিরিখে সবচেয়ে নিচে রয়েছে জম্মু ও কাশ্মীর, এখানে ভোটের হার ৩৮.৪৯ শতাংশ। মধ্যপ্রদেশে ভোটের হার একলাফে অনেকটাই বেড়ে ৬৬.৭৫ শতাংশ থেকে ৭২.০৫ শতাংশে পৌঁছে গিয়েছে।
বাংলায় চতুর্থ দফায় ভোটের হার ৮০.২২ শতাংশ। তৃতীয় দফায় ভোটের হার ছিল ৭৭.৫৩ শতাংশ। এর মধ্যে সবথেকে বেশি ভোট পড়ছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। ভোটদানের হারে সবথেকে পিছিয়ে আসানসোল। চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটের হার:
আসানসোল – ৭৩.২৭ শতাংশ, বহরমপুর – ৭৭.৫৪ শতাংশ, বর্ধমান পূর্ব – ৮২.৮৫ শতাংশ,বর্ধমান দুর্গাপুর – ৮০.৭২ শতাংশ, বীরভূম – ৮১.৯১ শতাংশ, বোলপুর – ৮২.৬৬ শতাংশ, কৃষ্ণনগর – ৮০.৬৫ শতাংশ, রানাঘাট – ৮১.৮৭ শতাংশ।