প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh) গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের (Siddique Bazar explosion) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিন ঘটনাস্থলে গিয়েছে পুলিশের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদও বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে দাঁড়িয়েই কামালউদ্দিন বলেন, কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। কোনও কেমিক্যাল থেকে বিস্ফোরণ ঘটেছে, নাকি এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে সেটাই মূল বিবেচ্য। পুলিশের দক্ষ অফিসাররা খুব শীঘ্রই বিষয়টি বুঝতে পারবেন। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কামালউদ্দিন। তিনি বলেছেন, কোথাও কোনও ধরনের অজানা বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে সঙ্গে সঙ্গেই যেন পুলিশকে জানানো হয়। এরই মধ্যে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারের এই বিস্ফোরণের (Siddique Bazar explosion) ঘটনায় এখনও তিনজনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি: আফগানি কন্যার নভোচারী হওয়ার স্বপ্নের সলিল সমাধি